জেনে নিন বিটরুট জুস খাওয়ার সঠিক নিয়ম
বিট রুট দিয়ে রূপচর্চা জেনে নিন বিস্তারিতবিটরুট জুস খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে হলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। বিটরুট একটি অত্যন্ত প্রাকৃতিক গুণসম্পন্ন গাঢ়বেগুনি রঙের সবজি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে কখন বিটরুট জুস করে খেলে এর থেকে সঠিক উপকারিতা পাওয়া যাবে সে সম্পর্কে।
বিটরুট অত্যন্ত পুষ্টিকর একটি খাবার যা আমাদের সবার জন্য খুবই
উপকারী।বিটরুটে রয়েছে ফাইবার, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়া্ম এন্টিঅক্সিডেন্ট
ও মিনারেলসহ আরো অনেক উপকারী পুষ্টি উপাদান যা আমাদের স্বাস্থ্যের জন্য
প্রয়োজনীয়।
পেজ সূচীপত্রঃ বিটরুট জুস খাওয়ার নিয়ম
- বিটরুট জুস খাওয়ার নিয়ম
- বিটরুট জুস খাওয়ার উপকারিতা
- বিটরুট কি কাঁচা খাওয়া যায়
- কাঁচা বিটরুট খাওয়ার নিয়ম
- বাচ্চাদের বিটরুট খাওয়ার নিয়ম
- বাচ্চাদের বিটরুট খাওয়ার উপকারিতা
- গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা
- বিটরুট খাওয়ার উপকারিতা
- বিটরুট খাওয়ার অপকারিতা
- লেখক এর মন্তব্যঃ বিটরুট জুস খাওয়ার নিয়ম
বিটরুট জুস খাওয়ার নিয়ম
বিটরুট জুস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে এটি খাওয়ার সময়
সঠিক নিয়ম মেনে খেলে এর থেকে সর্বোচ্চ উপকারিতা পাওয়া সম্ভব। বিটরুট একটি
গাঢ় বেগুনি রংয়ের সবজি যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। সকালে খালি পেটে বিটরুটের
জুস খেলে শরীর খুব ভালোভাবে ডিটক্সিফাই হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তবে
যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা খালি পেটে না খেয়ে খাবার খাওয়ার পরে
খাবেন তাহলে গ্যাসের সমস্যা হবে না।
যারা শরীর চর্চা করেন তারা শরীরচর্চার ৩০ মিনিট আগে এক গ্লাস বিটরুটের জুস খেলে
শরীরের শক্তি পাওয়া যায় এবং শরীরের ষ্ট্যামিনা বৃদ্ধি পায়। রাতের খাবার
খাওয়ার আধা ঘন্টা আগে এক গ্লাস বিট রুটের জুস খেলে খাবার ভালোভাবে হজম হতে
সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্রতিদিন এক গ্লাস
বিটরুটের জুস আমাদের শরীরের জন্য যথেষ্ট। শুধু বিট রুটের জুস খেতে খুব একটা ভালো
লাগবে না সেজন্য সাথে আদা এবং লেবুর রস মিশিয়ে খেতে পারেন তাহলে খেতে ভালো
লাগবে।
যারা ওজন কমাতে চান তারা বিটরুটের জুসের সাথে এক টুকরোর মাঝারি সাইজের আদা এবং
লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খেলে আপনার ওজন কমাতে সাহায্য করবে। তবে যাদের
লো ব্লাড প্রেসার এর সমস্যা রয়েছে তারা বিটরুট খাওয়া থেকে বিরত থাকবেন। কেননা
বিটরুট রক্ত চাপ কমাতে সাহায্য করে। তাই যাদের লো ব্লাড প্রেসারের সমস্যা
রয়েছে তারা নিয়মিত বিটরুট খেলে তাদের রক্তচাপ আরও বেশি কমে গিয়ে ক্ষতি হতে
পারে।
যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে তাদের জন্য বিটরুট খাওয়া থেকে বিরত থাকাই ভালো।
কেননা বিটরুটে রয়েছে অক্সালেট যা কিডনিতে পাথর তৈরির ঝুঁকি তৈরি করতে পারে।
ডায়াবেটিস রোগীদের জন্যও বিটরুট খুবই অল্প পরিমাণে খেতে হবে কেননা বিটরুটে
প্রাকৃতিক চিনি রয়েছে যার ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হবে যদি বেশি পরিমাণে
খাওয়া হয়। বিটরুট অনেক উপকারী একটি খাবার তবে এটি সঠিক নিয়ম মেনে খেলে অনেক
উপকার পাওয়া যায়।
বিটরুট জুস খাওয়ার উপকারিতা
বিটরুট জুস খাওয়ার উপকারিতা অনেক। বিটরুট জুস একটি প্রাকৃতিক সুপার ফুড হিসেবে
পরিচিত যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং
নিয়মিত সঠিক নিয়মে পান করলে এর থেকে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।
বিটরুটে রয়েছেন নাইট্রেট উপাদান যা শরীরে প্রবেশ করে নাইট্রিক অক্সাইডে পরিণত
হয়। নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রসারিত করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য
করে।
এটি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই উপকারী।এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে থাকে। বিটরুটে রয়েছে ফাইবার যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। বিটরুট একটি ভালো উৎস। এটি রক্তস্বল্পতা সমস্যা দূর করতে সাহায্য করে। তাই যাদের শরীরে রক্তস্বল্পতা সমস্যা রয়েছে তারা নিয়মিত পরিমান মত বিটরুটের জুস খেতে পারেন এতে আপনাদের সমস্যা অনেকটাই দূর হবে।
বিটরুট লো-ক্যালোরিযুক্ত একটি সবজি এবং ফাইবার রয়েছে এতে যা ক্ষুধা নিয়ন্ত্রণে
রাখতে সাহায্য করে। ফলে এটি ওজন কমানোর ক্ষেত্রে কার্যকারী ভূমিকা রাখতে পারে।
তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা কমাতে চান তারা নিয়মিত পরিমাণ মতো
বিটরুটের জুস খেতে পারেন এটি আপনাদের ওজন কমাতে সাহায্য করবে। বিটরুটে রয়েছে
অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও আয়রন যা আমাদের ত্বক ও চুলের জন্য অনেক
উপকারি।
বিটরুট কি কাঁচা খাওয়া যায়
বিটরোড কাঁচা খাওয়া যায় কিনা এটি অনেকে জিজ্ঞেস করে থাকেন। হ্যাঁ, বিটরুট কাঁচা খাওয়া যায় এবং এর স্বাস্থ্য উপকারিতা অনেক। কাঁচা বিটরুট খেলে এর পুষ্টিগুণ উপাদান সম্পূর্ণ বজায় থাকে। বিশেষ করে ভিটামিন খনিজ এবং এন্টিঅক্সিডেন্ট এর মত উপাদান গুলোর উপকারিতা পুরোপুরি মাত্রায় পাওয়া যায় কাঁচা বিটরুট খেলে।কাঁচা বিটরুট খাওয়া স্বাস্থ্যকর এবং এটি সহজে বিভিন্ন উপায়ে খাওয়া যায়। কাঁচা ভিডিওটা আপনি টমেটো সসা গাজরের সাথে মিশিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন।
আরো পড়ুনঃ ডার্ক চকলেট খাওয়ার নিয়ম-ডার্ক চকলেটের পুষ্টিগুণ
আবার এটি স্মুদি বানিয়েও খাওয়া যায়। বাড়িতে হোমমেড স্যান্ডউইচ বানানোর সময় ও
এটি স্যান্ডউইচ এর ভিতরে দিয়েও খাওয়া যায়। বিটরোড খাওয়ার পর প্রস্রাব এবং
পায়খানার রং কিছুটা পরিবর্তন হতে পারে এতে ভয় পাওয়ার কোন কারণ নাই এটি
স্বাভাবিক। তবে যাদের কিডনিজনিত সমস্যা রয়েছে তারা বিটরুট নিয়মিত খাওয়ার আগে
অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। কেননা বিটরুটে রয়েছে অক্সালেট যা কিডনিতে
পাথর তৈরির ঝুঁকি বাড়াতে পারে।
কাঁচা বিটরুট খাওয়ার নিয়ম
কাঁচা বিটরুট খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম মানলে এর পুষ্টিগুণ বেশি পাওয়া যায় এবং হজম জনিত সমস্যাও কম হয়। কাঁচা বিটরুট খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কেননা এটি মাটির নিচে হয় এবং এতে অনেক ময়লা থাকে। এটিকে ছোট ছোট টুকরো করে বা গ্রেড করে খেতে পারেন তাহলে এটি সহজে হজম হয়। বিটরুট খালি পেটে খেলে অনেক উপকার পাওয়া যায়।তবে অনেকের গ্যাসের সমস্যা থাকে এজন্য খালি পেটে না খেয়ে খাবার খাওয়ার সময় খেলে কোন সমস্যা হয় না।
এটি সকালে নাস্তার পর বা দুপুরের খাবারের সাথে খেলে হজম ভালো হয়। বিট রোড দিনে
১০০-১৫০ গ্রাম খাওয়া ভালো। এর চেয়ে বেশি খেলে হজমজনিত সমস্যা হতে পারে বা যাদের
কিডনিজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। কাঁচা বিটরুট
স্বাস্থ্যকর এবং পুষ্টিকর তবে এটি সঠিক নিয়ম মেনে সঠিক পরিমাণে খেলে সর্বোচ্চ
উপকার পাওয়া যাবে। বিটরুট কখনোই অতিরিক্ত পরিমাণে খাবেন না আর যাদের স্বাস্থ্য
সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
বাচ্চাদের বিটরুট খাওয়ার নিয়ম
বাচ্চাদের বিটরুট খাওয়ার নিয়ম সম্পর্কে অবশ্যই আমাদের অবগত থাকা দরকার। কেননা বিটরুট একটি অত্যন্ত পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ খাবার যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। তাই আমাদের যদি বিটরুট খাওয়ার নিয়ম জানা থাকে বাচ্চাদের কিভাবে খাওয়ালে আমরা সর্বোচ্চ উপকারিতা পাবো তাহলে আমাদের সবার জন্যই উপকারি হবে। বাচ্চাদের জন্য বিটরুট একটি অত্যন্ত পুষ্টিকর খাবার কারণ এতে রয়েছে ফাইবার, ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন এবং বিভিন্ন খনিজ উপাদান।
বাচ্চাদের বয়স অনুযায়ী বিটরুট খাওয়ার নিয়ম এবং পদ্ধতি জানা জরুরি যাতে করে
এটি খাওয়ার পর হজমের সমস্যা না হয় এবং সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায়। ৬ মাস
বয়সের পর থেকে বাচ্চাদের বিটরুট খাওয়ানো যেতে পারে তবে সে ক্ষেত্রে সিদ্ধ করে
অল্প পরিমাণে খাওয়াতে হবে। এ সময় বাচ্চাকে বিটরুট সেদ্ধ করে পিউরি বানিয়ে এক
চা চামচ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। তবে এর থেকে বেশি খাওয়াবেন না
কেননা প্রথমে অল্প অল্প করে খাওয়ানোর অভ্যাস করতে হবে।
প্রথমে বেশি পরিমাণে খাওয়ালে বাচ্চার হজমের সমস্যা হতে পারে। বাচ্চার বয়স
বাড়ার সাথে সাথে পরিমাণটাও বাড়ানো যেতে পারে। অনেক বাচ্চা পুষ্টিহীনতায় ভোগে
সেক্ষেত্রে বিটরুট একটি উপকারী খাবার হিসেবে খাওয়ানো যেতে পারে। বিটরুটে থাকার
নাইট্রেট শিশুর মানসিক বিকাশে সাহায্য করে। এতে থাকা ভিটামিন এবং শর্করা শিশুর
শারীরিক শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে। তবে বিটরুট খাওয়ানোর পর যদি বাচ্চার
হজমজনিত সমস্যা হয় বা পেট ব্যথা হয় তাহলে খাওয়া বন্ধ করা উচিত এবং ডাক্তারের
পরামর্শ নেওয়া প্রয়োজন।
বাচ্চাদের বিটরুট খাওয়ার উপকারিতা
বাচ্চাদের বিটরুট খাওয়ার উপকারিতা অনেক রয়েছে। কেননা এতে রয়েছে ফাইবার, আয়রন,
ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন এবং বিভিন্ন ধরনের
খনিজ উপাদান যা বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয়। এতে থাকা ডাইটেরি ফাইবার শিশুর
হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। বিটরুট
আয়রনসমৃদ্ধ তাই এটি বাচ্চার শরীরের রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।
বিটরুটে থাকা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও ফসফরাস শিশুর হাড় ও
দাঁতকে সঠিকভাবে গঠন করতে সাহায্য করে।
আরো পড়ুনঃ টক দই খাওয়ার উপকারিতা ও অপকারিতা- খাওয়ার উপযুক্ত সময়
বিটরুটে রয়েছে নাইট্রেট, বিটা-ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শিশুর মানসিক
বিকাশে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। একটি শিশুর অনেক ধরনের
পুষ্টি চাহিদা এবং ভিটামিনের চাহিদা বিটরুট খাওয়ানোর ফলে পাওয়া সম্ভব। তবে
অতিরিক্ত পরিমাণে খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং বয়স অনুযায়ী সঠিক পরিমাণে এবং
সঠিক নিয়মে খাওয়াতে হবে তাহলে সর্বোচ্চ উপকারিতা পাওয়া যাবে।
গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা সম্পর্কে বলতে গেলে এটি গর্ভবতী মহিলার
জন্য একটি অত্যন্ত উপকারী এবং পুষ্টিকর সবজি। এতে রয়েছে ফোলেট, আয়রন, ফাইবার,
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এন্টিঅক্সিডেন্ট, মিনারেল এবং বিভিন্ন ধরনের
খনিজ উপাদান যা গর্ভবতী মা এবং শিশুর জন্য খুবই প্রয়োজনীয়। গর্ভাবস্থায়
রক্তস্বল্পতা একটি সাধারণ সমস্যা যা বেশিরভাগ মহিলার হয়ে থাকে। বিটরুটে রয়েছে
আয়রন যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।
এতে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট যা শিশুর মানসিক বিকাশে সাহায্য করে থাকে। গর্ভাবস্থায় অনেকের উচ্চ রক্তচাপের সমস্যা থাকে যা বিটরুট নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন জনিত কারণে হজমের সমস্যা হয় এবং কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে বিটরুটে সমস্যা দূর করতে সাহায্য করে কারণ এতে রয়েছে ডাইটেরি ফাইবার। গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় এ অবস্থায় বিটরুট খেলে সমস্যা থেকে সমাধান পাওয়া যায়।
কেননা বিটরুটে রয়েছে মিনারেল এবং এন্টিঅক্সিডেন্ট যার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।গর্ভাবস্থায় অনেক মহিলা মানসিক চাপে থাকেন বিটরুটে রয়েছে ম্যাগনেসিয়াম ও নাইট্রেট যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই গর্ভাবস্থায় বিটরুট খেলে মানসিক চাপ অনেকটা কম হয়। গর্ভাবস্থায় বিটরুট একটি অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী খাবার। তবে এটি নিয়ম মেনে সঠিক পরিমাণে খেতে হবে তাহলে এটি থেকে অনেক উপকার পাওয়া সম্ভব।
বিটরুট খাওয়ার উপকারিতা
বিটরুট খাওয়ার উপকারিতা সম্পর্কে বলতে গেলে এটাই বলতে হবে যে এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে রয়েছে ফাইবার, ফোলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়া্ম, ফসফরাস, আয়রন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ উপাদান যা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। বিডরুটে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফোলেট যা রক্তস্বল্পতা দূর করতে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। যাদের শরীরের রক্তস্বল্পতা রয়েছে তারা নিয়মিত পরিমান মত বিটরুট খেতে পারেন।
এতে থাকা ডাইটেরি ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর
করতে সাহায্য করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল যা আমাদের শরীরে
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
কম তারা বিটরুট নিয়মিত খাওয়ার অভ্যাস করতে পারেন। বিটরুটে থাকা
অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল ও ভিটামিন সি আমাদের ত্বক এবং চুলের যত্নেও অনেক
উপকারী। বিটরুট ক্যালরি কম এবং ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি ওজন কমাতে সাহায্য
করে।
যারা ওজন কমাতে চান তারা নিয়মিত খাবারের মেনুতে বিটরুট রাখতে পারেন। কেননা
বিটরুট কম ক্যালরিযুক্ত তাই এটি আপনার ওজন কমাতে কার্যকারী ভূমিকা রাখতে পারে। এ
সকল উপকারিতা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিক নিয়ম মেনে বিটরুট খেতে হবে। কেননা
আপনি যদি অনিয়মিতভাবে অতিরিক্ত পরিমাণে বিটরুট খান তা আপনার শরীরের জন্য কখনোই
উপকারী হবে না। তাই আপনি যদি বিটরুট থেকে সঠিক উপকারিতা পেতে চান তাহলে অবশ্যই
সঠিক নিয়ম মেনে খাওয়ার চেষ্টা করবেন।
বিটরুট খাওয়ার অপকারিতা
বিটরুট খাওয়ার অপকারিতা সম্পর্কে বলতে গেলে এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত
উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে খেলে তা ক্ষতিকর হয়। বিটরুট খাওয়ার অপকারিতা
রয়েছে বেশ কিছু। উপকারী এবং পুষ্টিগুণের সমৃদ্ধ একটি সবজির যা আমাদের
স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কিন্তু এর উপকারিতার পাশাপাশি বেশ কিছু অপকারিতাও
রয়েছে। আমরা যদি এর থেকে উপকারিতা পেতে চাই তাহলে এটিকে সঠিক পরিমাণে নিয়ম মেনে
খেতে হবে অন্যথায় আমাদের অপকারিতা হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে।
বিটরুট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিন্তু যাদের লো ব্লাড
প্রেসারের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত বিটরুট খায় তাহলে রক্তচাপ বেশি নিচে
নেমে যেতে পারে তাই যাদের লো ব্লাড প্রেসার সমস্যা রয়েছে তারা নিয়মিত খাওয়ার
আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। যাদের কিডনিজনিত সমস্যা রয়েছে তারা
বিটরুট খাওয়া থেকে বিরত থাকবেন কেননা বিটরুট কিডনির সমস্যা বাড়িয়ে দিতে পারে
বেশি পরিমাণে খাওয়া হলে।
বিটরুটে প্রাকৃতিক শর্করা রয়েছে যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। কেননা
ডায়াবেটিস রোগীরা যদি বেশি পরিমাণে বিটরুট খেয়ে ফেলেন তাহলে তাদের রক্তের
সরকারের মাত্রা বেড়ে যাবে ফলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই ডায়াবেটিস রোগীরা
নিয়মিত বিটরুট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরিণত পরিমাণে
খাবেন।বিটরুটে ফাইবার থাকার কারণে এটি হজম শক্তি বৃদ্ধি করে কিন্তু অতিরিক্ত
পরিমাণে খাওয়া হলে তখন বদহজম এবং গ্যাসের সমস্যা হতে পারে তাই অতিরিক্ত বিটরুট
খাওয়া থেকে বিরত থাকবেন।
লেখক এর মন্তব্যঃ বিটরুট জুস খাওয়ার নিয়ম
বিটরুট জুস খাওয়ার সঠিক নিয়ম, বিট রুটের উপকারিতা ও অপকারিতা সহ বিটরুটের আরও
অনেক বিষয় আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে যা আপনারা ইতিমধ্যে পড়ে জানতে
পেরেছেন। বিটরোট একটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং স্বাস্থ্য উপকারী একটি
সবজি যা নিয়মিত আমরা সঠিক নিয়মে খেলে অনেক উপকারিতা পেতে পারি। এটি বাচ্চা থেকে
বড় এবং গর্ভবতী সবার জন্যই স্বাস্থ্যকর একটি সবজি। এটি সবার জন্য অনেক উপকারী
হলেও এর বেশ কিছু অপকারিতাও রয়েছে।
তবে এর অপকারিতার চেয়ে উপকারিতায় অনেক বেশি আমরা যদি সঠিকভাবে নিয়ম মেনে খেতে
পারি তাহলে। তা আমরা যেহেতু খাবার খায় শরীরের উপকারের জন্য সেহেতু আমরা সঠিক
নিয়ম মেনে নিয়মিত খাওয়ার চেষ্টা করবো তাহলে আমরা এটি থেকে সর্বোচ্চ উপকারিতা
পেতে পারি। অতিরিক্ত পরিমাণে বিটরুট খেলে সেটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
হতে পারে তাই কখনোই অতিরিক্ত পরিমাণে খাবেন না যেন তা আপনার স্বাস্থ্যের জন্য
ক্ষতিকর না হয়।
আর এস ড্রিমস ব্লগেনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url