ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
অ্যাড দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশডলার ইনকাম বিকাশ পেমেন্ট বর্তমানে একটি জনপ্রিয় পদ্ধতি হয়ে উঠেছে।বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, ব্লগিং বা অন্য কোন অনলাইন ইনকাম সোর্সে কাজ করেন তারা সহজে ডলার কনভার্ট করে বিকাশে পেমেন্ট নিতে পারেন।
আপনি যদি ডলার ইনকাম করে কিভাবে বিকাশে পেমেন্ট নিতে হয় এই সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। এ বিষয়ে সম্পর্কে জানতে হলে এ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পেজ সূচীপত্রঃ ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
- ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
- ডলার ইনকাম নগদ পেমেন্ট
- ডলার ইনকাম অ্যাপস
- ফ্রি টাকা ইনকাম প্রতিদিন বিকাশ
- ভিডিও দেখে ডলার ইনকাম
- কাজ না করে ইনকাম বিকাশে প্রতিদিন
- অ্যাড দেখে ডলার ইনকাম
- ডলার ইনকাম করার উপায়
- লেখক এর মন্তব্যঃ ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট একটি জনপ্রিয় পদ্ধতি। অনলাইনে কাজ করে এখন অনেকেই
ডলার ইনকাম করছে। আর সেই ডলার কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিবেন আজ সে
বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন জেনে নেয়া যাক আপনার
উপার্জিত ডলার কিভাবে আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করবেন।
ডলার ইনকাম থেকে বিকাশে পেমেন্ট নেওয়ার ধাপসমূহ নিচে আলোচনা করা হলোঃ ডলার
ইনকাম করে বিকাশের মাধ্যমে উত্তোলন করার জন্য কয়েকটি ধাপ
রয়েছে। ক্রমান্বয়ে এই ধাপগুলো পূরণ করে আপনি আপনার ইনকামকৃত ডলার উত্তোলন
করতে পারবেন। আপনি কোন মাধ্যমে ডলার ইনকাম করবেন প্রথমে সেগুলো নির্ধারণ
করুন।
ফ্রিল্যান্সিং সাইট (যেমন Upwork, Fiverr), অ্যাড নেটওয়ার্ক (যেমন Google
Adsense), পেমেন্ট গেটওয়ে (যেমন PayPal, Payoneer) থেকে ডলার ইনকাম হলে সেটি
বিকাশে আনার ব্যবস্থা করতে হবে। মানি এক্সচেঞ্জার নির্বাচন করতে
হবে।বাংলাদেশে অনেক মানি এক্সচেঞ্জার আছে যারা PayPal বা Payoneer থেকে
ডলার নিয়ে বিকাশে টাকা পাঠানো।
তবে বিশ্বাসযোগ্য এবং ভালো রেট প্রদানকারী একটি এজেন্সি নির্বাচন করা খুবই
গুরুত্বপূর্ণ। নির্ধারিত এজেন্সির মাধ্যমে ডলার ট্রান্সফার করুন। এদের
সাধারণত PayPal বা Payoneer একাউন্ট থেকে ডলার গ্রহণ করার পর বিকাশ নম্বরে পাঠানো
হয়। ডলার কনভার্ট হয়ে বিকাশে টাকা জমা হলে সেটি নিশ্চিত করুন।
সতর্কতাঃ ভালো রেট পাওয়া যায় এমন একটি এজেন্সি বেছে নিন। প্রতারক
এড়াতে বিশ্বস্ত এজেন্সি বা এক্সচেঞ্জার ব্যবহার করুন। প্রয়োজনীয় তথ্য
যাচাই করুন এবং কোন লেনদেনের আগে চুক্তি বা শর্তাবলী পড়ে নিন। ডলার ইনকাম
থেকে বিকাশে পেমেন্ট নেওয়ার একটি সহজ এবং কার্যকর পদ্ধতি তবে সঠিকভাবে নিয়ম
মেনে কাজ করলে এটি নিরাপদ।
ডলার ইনকাম নগদ পেমেন্ট
ডলার ইনকাম নগদ পেমেন্ট এটিও একটি জনপ্রিয় পদ্ধতি। বাংলাদেশের ডলার ইনকাম
করে সেটি নগদে গ্রহন করা এখন বেশ সহজ। যারা অনলাইন কাজ করে ডলার আয় করেন,
যেমন ফ্রিল্যান্সিং ইউটিউবিং, এফিলিয়েট মার্কেটিং, ব্লগিং বা অন্য কোন সোর্স
থেকে তারা ডলার কনভার্ট করে নগদ একাউন্টে টাকা তুলতে পারেন।
ডলার ইনকাম করে সেখান থেকে নগদে টাকা তোলার কিছু ধাপ রয়েছে। সেগুলো আপনি
একে একে পূরণ করে আপনার উপার্জিত ডলার নগদে রূপান্তর করে উত্তোলন করতে
পারেন। ডলার ইনকামের জন্য আপনি যেসব মাধ্যম ব্যবহার করেছেন (যেমন PayPal,
Payoneer, Upwork, Fiverr ) সেখান থেকে পেমেন্ট নিশ্চিত করুন।
একটি নির্ভরযোগ্য ও পরিচিত এক্সচেঞ্জার নির্বাচন করুন। বাংলাদেশে অনেক ডলার এক্সচেঞ্জার আছেন যারা PayPal বা Payoneer থেকে ডলার নিয়ে নগদে টাকা পাঠান। ভালো রেড পাওয়া যায় এমন এক্সচেঞ্জার নির্বাচন করবেন। এরপর আপনার PayPal বা Payoneer একাউন্ট থেকে এক্সচেঞ্জারের একাউন্টের ডলার পাঠান।
আরো পড়ুনঃ অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা-১৩ টি উপায়
ডলার ট্রান্সফারের সময় এক্সচেঞ্জারের শর্ত ও ফি যাচাই করুন। এরপর
এক্সচেঞ্জার ডলার কনভার্ট করে আপনাকে নগদে টাকা পাঠাবে। আপনার নগদ একাউন্টে
টাকা জমা হলে তার নিশ্চিত করুন। টাকা দ্রুত হাতে পাওয়া যায়। নগদের
সার্ভিস ব্যবহার করা সহজ এবং সারা দেশে এটি প্রচলিত। সঠিক এক্সচেঞ্জার
ব্যবহার করলে প্রতারণার ঝুঁকি কম।
সতর্কতাঃ এক্সচেঞ্জারের পরিচিতি ও রিভিউ যাচাই করুন। লেনদেনের সময় সব
শর্ত বুঝে নিন। প্রতারণা এড়ানোর জন্য সরাসরি বা প্রতিষ্ঠিত মাধ্যম ব্যবহার
করুন। ডলার ইনকাম থেকে নগদে টাকা তোলা সহজ এবং নিরাপদ তবে সচেতন
থেকে সঠিক নিয়ম অনুসরণ করে কাজ করাই বুদ্ধিমানের কাজ।নিয়ম মেনে কাজ করলে
টাকা তোলা খুব সহজ।
ডলার ইনকাম অ্যাপস
ডলার ইনকাম অ্যাপস ব্যবহার করে সহজেই ডলার ইনকাম করা যায়। ডলার ইনকামের
জন্য কিছু জনপ্রিয় অ্যাপস রয়েছে যেগুলোতে কাজ করে আপনি ডলার ইনকাম করতে
পারেন। অ্যাপস গুলোতে আপনি নির্দিষ্ট কিছু সময় দিয়ে কাজ করলে আপনার ভালো
পরিমান ইনকাম করা সম্ভব। নিচে কিছু ডলার ইনকাম এর অ্যাপস এর ব্যাখ্যা দেওয়া
হলঃ
ফ্রিল্যান্সিং অ্যাপসঃ বিভিন্ন ফ্রিল্যান্সিং আ্যাপস যেমন ( Fiveer,
Upwork, Freelancer.com )ইত্যাদি অ্যাপসে আপনি কাজ করে ডলার ইনকাম করতে পারেন।
Fiveer - এ আপনি ছোট ছোট কাজ যেমন লেখা, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং
ইত্যাদি করে ডলার ইনকাম করতে পারেন। এখানে আপনি নিজের কাজের মূল্য নির্ধারণ
করে ডলার ইনকাম করতে পারেন।
Upwork-এ বিভিন্ন ধরনের কাজের জন্য আন্তর্জাতিকভাবে ক্লাইন্টদের সাথে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এখানে আপনি ক্লায়েন্টদের সাথে কাজ করে ডলার ইনকাম করতে পারেন। এখানে কাজ করার ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে আপনার কাজের চাহিদা অনুযায়ী আপনি সেখান থেকে আপনার মূল্য নির্ধারণ করতে পারেন।
Freelancer.com-এ ছোট বড় প্রজেক্টে কাজ করার জন্য ফ্রিল্যান্সারদের সাথে সংযুক্ত হওয়া যায়। এখানে ফ্রিল্যান্সারদের সাথে সংযুক্ত হয়ে আপনি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে বিভিন্ন কাজের মাধ্যমে ডলার ইনকাম করতে পারেন। এখান থেকে আপনি PayPal বা Payoneer এর মাধ্যমে পেমেন্ট পেতে পারেন।
টাস্ক ভিত্তিক অ্যাপসঃ এখানে আপনি Swagbucks-এর মাধ্যমে ভিডিও দেখে,
সার্ভে করে, গেম খেলে ইত্যাদির মাধ্যমে আপনি ডলার ইনকাম করতে পারেন।
InboxDollars-এর মাধ্যমে ইমেইল পড়ে, ভিডিও দেখে ও ছোট ছোট কাজের মাধ্যমে ডলার
ইনকাম করতে পারেন। এখানে স্মার্ট ফোন দিয়ে তোলা ছবি ও ভিডিও বিক্রি করেও
আপনি আয় করতে পারেন।
ইউটিউবের মাধ্যমে ভিডিও তৈরী করে অ্যাড চেঞ্জ বা স্পন্সিপের মাধ্যমেও এখানে আয়
করা যায়। এই অ্যাপসের মাধ্যমে লেখা প্রকাশ করে রিডার এনগেজমেন্ট অনুযায়ী
আপনি ডলার আয় করতে পারেন।এখানে শিক্ষামূলক ভিডিও বা কোর্স তৈরি করে প্যাসিভ
ইনকাম করার ও সুযোগ আছে। সেখান থেকেও আপনি ডলার ইনকাম করতে পারেন।
অ্যাপ টেস্টিং ও গেম খেলাঃ ওয়েবসাইট ও অ্যাপের ইউজার টেস্টিং করেও
এখানে ডলার ইনকাম করা যায়। এখানে মোবাইলে গেম খেলে পুরস্কার অর্জন করার
মাধ্যমেও ডলার ইনকাম করা যায়। এই অ্যাপ দিয়ে আপনি গেম খেলে আপনার ডলার
ইনকাম করতে পারেন। এখানে আপনি ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নিতে পারেন।
প্যাসিভ ইনকাম ও মাইক্রো ইনভেসমেন্টঃ এখানে আপনি ইন্টারনেট ব্যান্ড
উইথ শেয়ার করে প্যাক শিপ ইনকাম করতে পারেন। এখানে হাঁটাচলার মাধ্যমে
ডিজিটাল কারেন্সি উপার্জন করার মাধ্যমেও ডলার ইনকাম করার সুবিধা
রয়েছে। ডলার ইনকাম করার অনেক অ্যাপস রয়েছে। আপনি আপনার পছন্দমত
অ্যাপস নির্বাচন করে ডলার ইনকাম করতে পারেন।
ফ্রি টাকা ইনকাম প্রতিদিন বিকাশ
ফ্রি টাকা ইনকাম প্রতিদিন বিকাশ একটি জনপ্রিয় পদ্ধতি বর্তমান ডিজিটাল
সময়ে। ফ্রি টাকা আয়ের জন্য কিছু জনপ্রিয় অ্যাপস রয়েছে যেগুলো বিকাশ
পেমেন্ট সাপোর্ট করে। নিচে এই টাকা ইনকামের অ্যাপসগুলো আলোচনা করা হলোঃ
রেফারেল ও রিওয়ার্ড অ্যাপসঃ এ অ্যাপ গুলোতে রেফার করার মাধ্যমে ইনকাম করা
যায়। Cash App BD-এখানে ছোট ছোট কাজ বা রেফার করার মাধ্যমে ইনকাম করা
যায়। টাকা সরাসরি বিকাশে তোলা যায়। Bkash Refar Program-এখানে
Bkash একাউন্টে নতুন ব্যবহারকারী রেফার করলে বোনাস পাওয়া যায়।
My Cash Reward-এ অ্যাপ ডাউনলোড, সার্ভে পূরণ, ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করা যায়। আর সেই ইনকাম বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে পাওয়া যায়। এভাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্নভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়। এখানে আপনি সামান্য কিছু সময় বিনিয়োগ করলে এখান থেকে ইনকাম করতে পারবেন।
গেম খেলে টাকা ইনকামঃ গেম খেলে বিনোদনসহ ইনকাম করার সুযোগ আছে
এখানে। এই অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে এখান থেকে টাকা
ইনকাম করতে পারেন। এখানে আপনার গেম খেলা হলো বিনোদনের সাথে আবার ইনকাম করা
হলো। গেম খেলে উপযুক্ত টাকা আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারেন।
ভিডিও দেখে ডলার ইনকাম
ভিডিও দেখে ডলার ইনকাম একটি ইনকামের জনপ্রিয় পদ্ধতি। Swagbucks একটি
পুরস্কারভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ভিডিও এড এবং কুইজ দেখে পয়েন্ট
অর্জন করতে পারবেন এবং সেখান থেকে ডলার ইনকাম করতে পারবেন।এখানে পয়েন্ট
রিডিম করে পে-পাল ক্যাশ আউট করা যায়।
Inboxdollars-এর মাধ্যমে ভিডিও দেখা ছোট টাইপ করা এবং ইমেইল চেক করলেই এই প্লাটফর্ম থেকে ইনকাম করা যায়। এখান থেকে ইনকাম করে সরাসরি পে-পাল ক্যাশ আউট এর মাধ্যমে আপনি টাকা উত্তোলন করতে পারেন। এখানে প্রথমবার সাইন আপ করলেই বোনাস পাওয়া যায়। এখানে পে-পাল থেকে বাংলাদেশী টাকায় রূপান্তর করে বিকাশের মাধ্যমে টাকা তোলা যায়।
Ysense-এখানে ভিডিও দেখে সার্ভে পূরণ করে এবং অফার কমপ্লিট করার মাধ্যমে পয়েন্ট অর্জন করা যায়। তারপর পয়েন্ট রিডিম করে PayPal বা Payoneer ব্যবহার করে টাকা উত্তোলন করা যায়।এখানে বিশেষ সুবিধা হচ্ছে প্রতিদিন নতুন টাস্ক পাওয়া যায়। এখানে PayPal বা Payoneer ব্যবহার করে সহজে বিকাশে টাকা ট্রান্সফার করা যায়।আরো পড়ুনঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম
AppTailars-এ নতুন অ্যাপের ভিডিও ট্রেলার দেখার মাধ্যমে পয়েন্ট অর্জন করা যায়। তারপর সেই পয়েন্ট রিডিং করে PayPal বা Payoneer ক্যাশ আউট করা যায়। এখানে সুবিধা হল প্রতিদিন ভিডিওর জন্য ভাল পরিমান পয়েন্ট পাওয়া যায়।এখানেও ডলার ইনকাম বিকাশ পেমেন্ট এর সুবিধা পাওয়া যায়।
Slidejoy-এ মোবাইল স্ক্রিনে ভিডিও অ্যাড দেখলেই ডলার উপার্জন করা যায়। কোন অতিরিক্ত সময় ব্যয় করতে হয় না মোবাইল ব্যবহারেই ইনকাম হয়। এখানে পে-পাল এর মাধ্যমে পেমেন্ট পাওয়া যায়।এখানে পে-পাল থেকে টাকা বিকাশে সহজে স্থানান্তর করা যায়। এভাবে অনেক অ্যাপস এর মাধ্যমে ভিডিও দেখে ডলার ইনকাম করা যায়।
কাজ না করে ইনকাম বিকাশে প্রতিদিন
কাজ না করে ইনকাম বিকাশে প্রতিদিন এ বিষয়টি পুরোপুরি প্যাসিভ ইনকামের উপর নির্ভর
করে। এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনার সক্রিয় অংশগ্রহণ ছাড়াই আপনি ইনকাম
করতে পারবেন। নিচে এমন কিছু অ্যাপ নিয়ে আলোচনা করা হলো যেগুলোর মাধ্যমে
আপনি কাজ না করেই ইনকাম করতে পারবেন এবং বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
রেফারেল প্রোগ্রামঃ এখানে আপনি আপনার পরিচিতদের নির্দিষ্ট এক বা সেবা
ব্যবহার করতে আমন্ত্রণ জানিয়ে ইনকাম করতে পারেন।
- বিকাশ অ্যাপ ব্যবহার করতে নতুন ব্যবহারকারীকে রেফার করুন। প্রতিটি সফল রেফার এর জন্য বোনাস পাবেন ৫০ থেকে ১০০ টাকা।
- বিভিন্ন শপিং লিংক শেয়ার করুন। কেউ লিংক দিয়ে কিছু কিনলেই কমিশন পাবেন। আর যে কমিশন সরাসরি বিকাশে তোলা যায়।
- দারাজ এর প্রোডাক্ট লিংক শেয়ার করে ইনকাম করুন। লিংক ব্যবহার করে কেউ প্রোডাক্ট কিনলেই কমিশন পেয়ে যাবেন।
- প্যাসিভ ইনকাম অ্যাপঃ এই অ্যাপের মাধ্যমে আপনি নিজে কাজ না করেও ইনকাম করতে পারেন।আর সেই ইনকাম আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
- আপনার ইন্টারনেট ব্যান্ডউইথ শেয়ার করে ডলার ইনকাম করুন। পেমেন্ট পে-পাল এ আসে যা বিকাশে ট্রান্সফার করা যায়।
- Sweatcoin-এখানে হাঁটলে পয়েন্ট জমা হবে যা টাকা বা পুরস্কারে রূপান্তর করা যায়। পে-পাল থেকে বিকাশে উত্তোলন করা যায়।
অ্যাড দেখে ডলার ইনকাম
অ্যাড দেখে ডলার ইনকাম বর্তমানে একটি জনপ্রিয় পদ্ধতি। তবে এ ধরনের কাজ করার
সময় কিছু বিষয়ে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। এখানে আপনি অ্যাড দেখার মাধ্যমে
খুব সহজে ডলার ইনকাম করতে পারেন। কিভাবে অ্যাড দেখে ডলার ইনকাম করবেন সে
সম্পর্কে নিচে আলোচনা করা হলোঃ
অ্যাড দেখে ডলার ইনকাম করার জন্য আপনাকে প্রথমেই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। যেমনঃ Swagbucks, Inboxdollars, Neobux। এখান থেকে অ্যাপ নির্বাচন করে প্রোফাইল তৈরি করে একাউন্ট ভেরিফাই করুন।এখানে অ্যাড দেখার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট বা ডলার উপার্জন করতে পারবেন।
অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে অ্যাড দেখার পাশাপাশি জরিপ, অ্যাপ ডাউনলোড বা ছোট ছোট কাজ করার সুযোগ দেয়। এসব প্লাটফর্মে কাজ করার মাধ্যমেও আপনি ডলার ইনকাম করতে পারেন। এখান থেকে ডলার ইনকাম করে সেই ডলার আপনি PayPal বা Payoneer এর মাধ্যমে বিকাশে ট্রান্সফার করে উত্তোলন করতে পারবেন।
ডলার ইনকাম করার উপায়
ডলার ইনকাম করার উপায় গুলোর মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং
করা। ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সাইট গুলোতে কাজ করে খুব সহজে ডলার ইনকাম করা
যায়। বর্তমান সময়ে অনেক মানুষ ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার ইনকাম
করছে। আপনিও যদি প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে চান তাহলে ফ্রিল্যান্সিং
সেক্টরটি বেছে নিতে পারেন।
ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করেই সবচেয়ে বেশি ডলার ইনকাম করা সহজ। তবে
ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে হলে আপনার অভিজ্ঞতার প্রয়োজন
হবে। সকলের যেহেতু ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা থাকে না তাই সবাই
ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারে না। তবে ফ্রিল্যান্সিং ছাড়াও আরো অনেক
সাইট রয়েছে যেগুলোতে ডলার ইনকাম করা যায় কোন অভিজ্ঞতা ছাড়ায়।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিলান্সিং কিভাবে শিখবো
তাই যাদের অভিজ্ঞতা নাই তারা ফ্রিল্যান্সিং ছাড়াও অন্য যে সাইটগুলো রয়েছে
সেগুলোতে কাজ করে ডলার ইনকাম করতে পারে। এ ধরনের সাইটগুলোতে ছোট ছোট কাজ করে
ডলার ইনকাম করা যায়।আপনি কিভাবে ফ্রিল্যান্সিং ছাড়াও অন্য সাইটের ডলার ইনকাম
করতে পারবেন সে বিষয়ে নিচে কিছু আলোচনা করা হলোঃ
প্রথমে আপনি ডলার ইনকামের যে সাইটগুলো রয়েছে সেগুলোতে অ্যাকাউন্ট
খুলবেন। এরপর একাউন্ট খোলা হয়ে গেলে বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করার
চেষ্টা করবেন। টাস্ক কমপ্লিট করতে পারলে আপনি সেখান থেকে ডলার ইনকাম করতে
পারবেন। ডলার ইনকাম সাইট গুলোতে আপনার একাউন্টে মূলত পয়েন্ট জমা হবে।
আর সে পয়েন্টগুলো যখন বেশি পরিমাণে জমা হবে তখন আপনি সেগুলো ডলার ইনকাম বিকাশ
পেমেন্ট এর মাধ্যমে নিতে পারবেন। ডলার ইনকামের সাইটগুলোতে একাউন্টে ডলার জমা
হলে ডলার পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে পেমেন্ট একাউন্ট সেট করতে হবে। ডলার
পেমেন্ট নেওয়ার জন্য আপনি আপনার পছন্দমত একাউন্ট সেট করবেন।
পেমেন্টের জন্য বিভিন্ন ধরনের সাইডে বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন থাকে। যেমন পে-পাল, বাইনান্স ও ব্যাংক ট্রান্সফার।আপনি আপনার পছন্দমত অপশন নিয়ে একাউন্ট খুলবেন। এভাবে আপনি বিভিন্ন সাইডে একাউন্ট খোলার মাধ্যমে ডলার ইনকাম বিকাশ পেমেন্ট এর মাধ্যমে আপনার অর্থ উত্তোলন করতে পারবেন।
লেখক এর মন্তব্যঃ ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট এ সম্পর্কে উপরে অনেক কিছু আলোচনা করা হয়েছে। আশা
করছি আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন। এ আর্টিকেলটি পড়ার মাধ্যমে
আপনারা এখান থেকে ধারনা নিয়ে আপনাদের কাজ শুরু করতে পারবেন। আপনি যদি
প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরটি
বেছে নিতে হবে।
আর ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য আপনাকে প্রথমে দক্ষতা অর্জন করতে
হবে। তবে আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে সক্ষম
হবেন। আর যদি সেটা করতে না চান তাহলে উপরে আলোচিত বিভিন্ন সাইট থেকে
আপনি একাউন্ট খুলে কাজ করে ডলার ইনকাম করতে পারেন।
আর এস ড্রিমস ব্লগেনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url